ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিয়ালের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টানলেন রামোস

প্রকাশিত: ২৩:৩২, ১৮ জুন ২০২১

রিয়ালের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টানলেন রামোস

স্পোর্টস রিপোর্টার ॥ সার্জি রামোস। বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এক তারকার নাম। রিয়াল মাদ্রিদের ইতিহাস সেরা মিডফিল্ডার। আলফ্রেডো ডি স্টেফানো থেকে শুরু করে জিনেদিন জিদান, রোনাল্ডো নাজারিও, ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের মতো তারকা খেলেছেন লস বø্যাঙ্কোসদের জার্সি গায়ে। কিন্তু রক্ষণের অন্যতম সেরা প্রহরী ছিলেন সার্জিও রামোস। দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের প্রতিনিধিত্ব করেছেন। স্পেন এবং রিয়ালের অধিনায়কত্বও করেছেন দাপটের সঙ্গে। স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে প্রথম ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড তার দখলে। লা লিগার সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন পাঁচবার। দেশের হয়ে দুটো ইউরো এবং একটি বিশ্বকাপ জিতেছেন। সেই সার্জিও রামোস আর রিয়াল মাদ্রিদের পথ এবার দুইদিকে বেঁকে যাচ্ছে। তাই প্রায় নিশ্চিত করে জানিয়ে রেখেছিলেন ইউরোপের অনেক সাংবাদিক। অবশেষে প্রায় নিশ্চিত ব্যাপারটা আনুষ্ঠানিক হয়ে গেল। বুধবার রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, রামোস ক্লাব ছাড়ছেন। বৃহস্পতিবার তার বিদায়ী সংবর্ধনা দেয়ার কথা জানিয়ে দেয় স্প্যানিশ জায়ান্টরা। আনুষ্ঠানিক এই বিবৃতির মধ্যে দিয়েই শেষ হয়ে গেল রামোস আর রিয়ালের ১৬ বছরের সম্পর্ক। যে সম্পর্কে প্রাপ্তির আনন্দ ছিল, শিরোপার পর শিরোপার উদ্যাপন ছিল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো-ইকার ক্যাসিয়াস-কাকা-রাউল গঞ্জালেস-জিনেদিন জিদানদের মতো খেলোয়াড়ের সঙ্গ ছিল। বার্সিলোনাকে মাঝে কিছুদিন চ‚ড়ায় উঠতে দেখার হতাশা ছিল, সেটি কাটিয়ে আবার রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগের ‘রাজা’র সিংহাসনে বসতে দেখার তৃপ্তি ছিল। সবমিলিয়ে রিয়ালের হয়ে ৬৭১ ম্যাচ খেলেছেন তিনি। তাতে ১০১টি গোল ছিল এই স্প্যানিশ ডিফেন্ডারের।
×