ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিপিএল সুপার লীগে খেলা হচ্ছে না তামিমের

প্রকাশিত: ২৩:৩১, ১৮ জুন ২০২১

ডিপিএল সুপার লীগে খেলা হচ্ছে না তামিমের

স্পোর্টস রিপোর্টা ॥ ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) টি২০ প্রতিযোগিতার শনিবার থেকে শুরু হতে যাওয়া সুপার লীগে দলটির ওপেনার তামিম ইকবাল খেলতে পারবেন না। ডান হাঁটুতে ইনজুরির কারণে আর খেলা সম্ভব হবে না তামিমের। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্পেডিয়ামে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ম্যাচ খেলেই হোটেলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বাসায় ফিরে গেছেন এ বাঁহাতি ওপেনার। ব্যথা নিয়ে কয়েকটি ম্যাচ খেললেও জাতীয় দলের আসন্ন জিম্বাবুইয়ে সফরের জন্য তামিমকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এ কারণেই ডিপিএল টি২০তে সুপার লীগে আর তাকে পাচ্ছে না প্রাইম ব্যাংক। এবার ডিপিএল টি২০ আসরে খুব বড় ইনিংস খেলতে পারেননি তামিম। এমনকি বিধ্বংসী কোন ইনিংসও দেখা যায়নি তার ব্যাট থেকে। ১১ ম্যাচ খেলে ৩০৬ রান করে সেরাদের তালিকায় তিনে থাকলেও তার গড় মাত্র ২৭.৮১ এবং স্ট্রাইক রেট ১১৩.৭৫। একটি মাত্র অর্ধশতক হাঁকাতে পেরেছেন তিনি। জাতীয় দলের অন্য সব সিনিয়র তারকারা ডিপিএলে অধিনায়কত্ব করলেও তামিম নিজে থেকেই অধিনায়ক হতে চাননি। তাই প্রাইম ব্যাংকের নেতৃত্বে ছিলেন এনামুল হক বিজয়। আহামরি বড় ইনিংস উপহার দিতে না পারলেও তামিমের ব্যাট থেকে নিয়মিত ছোটখাটো রান পেয়েছে প্রাইম ব্যাংক। আর দল হিসেবেও ক্লাবটি এবার সবার চেয়ে ওপরে থেকেই রবিন লীগ শেষ করেছে। ১১ ম্যাচে সর্বাধিক ৯ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক। সব ম্যাচেই খেলেছেন তামিম। তবে সর্বশেষ কয়েক ম্যাচ তিনি হাঁটুর ব্যথা নিয়ে খেলা চালিয়ে গেছেন। তবে এখন তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। এ বিষয়ে তামিম বলেছেন, ‘ডান হাঁটুর মিনিস্কাসে ব্যথা নিয়েই শেষ কয়েকটি ম্যাচ খেলেছি। এখন কঠিন হয়ে যাচ্ছে। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।’
×