ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ ভিসি

শহরে রোগীর চাপ কমাতে নিজ এলাকায় রোগীর সেবা দিন

প্রকাশিত: ২৩:১৮, ১৮ জুন ২০২১

শহরে রোগীর চাপ কমাতে নিজ এলাকায় রোগীর সেবা দিন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন ঢাকাসহ শহরের হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে সপ্তাহ ১ দিন নিজ এলাকায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা প্রয়োজন। বৃহস্পতিবার হাসপাতালের এ বøকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে নিয়োজিত ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের জন্য আয়োজিত ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ যে সকল চিকিৎসকের গ্রামের বাড়ি সীমান্তবর্তী অঞ্চলে তারা সেখানে গিয়ে নিজ এলাকার রোগীদের জীবন বাঁচাতে চিকিৎসাসেবা প্রদান করতে পারেন। ডাক্তাররা নিজ এলাকায় রোগীদের চিকিৎসাসেবা দিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে। শারফুদ্দিন আহমেদ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১৬ জুন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাত করেন। -বিজ্ঞপ্তি
×