ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সন্ধান চায় পরিবার

ইসলামী বক্তা আবু ত্ব-হার নিখোঁজ নিয়ে কাজ করছে ডিবি

প্রকাশিত: ২৩:০৬, ১৮ জুন ২০২১

ইসলামী বক্তা আবু ত্ব-হার নিখোঁজ নিয়ে কাজ করছে ডিবি

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ চারজন নিখোঁজের ঘটনায় অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে ডিবি। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কথা জানান। ডিবি প্রধান একেএম হাফিজ আক্তার জানান, ত্ব-হাসহ চার ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে রংপুরে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও এ বিষয়টি নিয়ে কাজ করছে। সূত্র জানায়, রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত ১০ জুন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। পরে আবু ত্ব-হার স্ত্রী ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে খুঁজে বের করতে ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টিম মাঠে নেমেছে। তারা কিছু সুনির্দিষ্ট পয়েন্ট সামনে রেখে তাদের উদ্ধারের জন্য কাজ করছেন। বৃহস্পতিবার সকালের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আবু ত্ব-হার কোন হদিস পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানাগুলোতে তদন্ত কাজ চলছে বলে ডিবি পুলিশ জানায়। এদিকে গত সোমবার আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে ডিএমপির পল্লবী থানা। পরে বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বামী নিখোঁজ হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী সাবেকুন নাহার। সংবাদ সম্মেলনে সাবেকুন নাহার বলেন, আমার স্বামী যদি কোন অন্যায় করে থাকেন তাহলে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হোক। সে নিখোঁজ কেন? আমি শুধু তার সন্ধান চাই। তাকে যদি আমার কাছে এনে দিতে না পারেন, তাহলে আমাকে তার কাছে নিয়ে যান। আপনাদের কাছে হাতজোড় করে মিনতি করছি, আমার স্বামীকে ফিরিয়ে দিন। এর বেশিকিছু চাই না। এর আগে স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠিও দিয়েছিলেন সাবেকুন নাহার। রহস্য জানতে চায় পরিবার ও স্বজনরা ॥ নিজস্ব সংবাদদাতা, রংপুর থেকে জানান, সপ্তাহখানেক ধরে নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান, তার ৩ সহযাত্রী ও একটি প্রাইভেট কারের সন্ধান আজও মেলেনি। কীভাবে, কেন তারা নিখোঁজ হলেন, তার কোন কূলকিনারা খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তরুণ আদনান মূলত বিভিন্ন মসজিদ, সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে ইসলামী বক্তা হিসেবে পরিচিতি পান। এর বাইরেও আদনানের আরও পরিচয় রয়েছে। আদনানের স্ত্রী সাবিকুন্নাহারের দাবি, ৮ জুন রংপুর থেকে ঢাকায় ফেরার সময় গাবতলী থেকে তার সফরসঙ্গী আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজসহ আবু ত্ব-হা আদনান নিখোঁজ হন। তাদের ব্যবহৃত গাড়ি নম্বর (ঢাকা মেট্রো-গ ৩৩৪৩৪২)। গত আট দিনে অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।
×