ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হার্ড ইমিউনিটি

প্রকাশিত: ২৩:০৬, ১৮ জুন ২০২১

হার্ড ইমিউনিটি

* হার্ড ইমিউনিটি একটা সোনার হরিণ। * একটা ফেক পলিটিক্যাল টার্ম হয়ে গেল নাকি শেষ পর্যন্ত। * ব্রাজিল, ইতালি ও আমেরিকায় যে হারে সংক্রমণ এবং মৃত্যুর মিছিল যেভাবে দীর্ঘায়িত হলো সেখানে কি হার্ড ইমিউনিটি অর্জিত হয়েছে? সেখানে কি সেকেন্ড ওয়েব আসবে না? * এর উত্তর কিন্তু বিজ্ঞানীদের কাছে নেই। * গবেষকদের সঠিক অর্থে ধারণা নেই কত শতাংশ সংক্রমিত হলে একটা জনগোষ্ঠীর হার্ড ইমিউনিটি গড়ে ওঠে। * এটা হলেও কি এই জনগোষ্ঠী লং টাইম ইমিউনিট পাবে? সে সব প্রশ্নের উত্তর নেই। * এমনকি বিশাল জনগোষ্ঠী ভ্যাকসিন পাওয়ার পরও কিন্তু হার্ড ইমিউনিটির ওপর নির্ভর করা যাবে না। * তবে রোগ সৃষ্টি করে মৃত্যুর মিছিল বাড়ানো যাবে না। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×