ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নয়াপল্টনে ছাত্রদল ও পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া

প্রকাশিত: ২৩:০২, ১৮ জুন ২০২১

নয়াপল্টনে ছাত্রদল ও পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া

স্টাফ রিপোর্টার ॥ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ২ জনকে আটক করে। বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, ছাত্রদলের মিছিলে পুলিশ ধাওয়া করার পরও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে। জানা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হঠাৎ ঝটিকা মিছিল শুরু করে সরকারবিরোধী স্লোগান দিতে থাকলে পুলিশ গিয়ে বাধা দেয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অপ্রস্তুত থাকায় দ্রæত বিএনপি কার্যালয় ও আশপাশের গলিতে অবস্থান নেয়। পরে তারা আবার সংগঠিত হয়ে কয়েকটি লাঠি ও ইটপাটকেল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে মিছিল করতে থাকে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে রাজধানীর বিজয়নগর মোড়ে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো সম্বলিত প্রাইভেটকারসহ কয়েকটি গাড়িতে ভাংচুর করে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকী সাংবাদিকদের জানান, হঠাৎ করে ছাত্রদলের নেতাকর্মীরা পল্টন এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও ভাংচুর শুরু করে। তারা অতর্কিতভাবে পুলিশ বক্সে হামলা এবং গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের কর্মীদের রাস্তা থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। আগে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানজিল হাসান সাংবাদিকদের জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বিভাগ ছাত্রদলের আলোচনা সভায় পুলিশ হামলা চালিয়েছে। সেখানে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ও বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ কয়েকজন আহত হয়েছেন। ওই ঘটনার প্রতিবাদে বিকেলে নয়াপল্টনে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এ সময় পেছন থেকে পুলিশ ধাওয়া দেয়। মিছিল থেকে পুলিশ ২ জনকে আটক করেছে।
×