ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নদীর নব্যতা সংকট, দখল ও দূষণ নিয়ে অতীতের কোন সরকার কাজ করেনি : প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১:১৯, ১৭ জুন ২০২১

নদীর নব্যতা সংকট, দখল ও দূষণ নিয়ে অতীতের কোন সরকার কাজ করেনি : প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ৬৪ জেলার শত শত নদীর নব্যতা সংকট, দখল, দূষণ নিয়ে অতিতের কোন সরকার কাজ করে নাই। শেখ হাসিনার সরকার শুধু এ বিষয়ে কাজ করছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬ টায় পটুয়াখালী নদী বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রতিটি জেলায় নদী রক্ষা কমিটি রয়েছে। গত ৩ দিন আগে মহান জাতীয় সংসদ অধিবেশনে নদী রক্ষা কমিশনের বক্তব্য উথ্যাপন করা হয়েছে। এই কারণে মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে। নদীর নব্যতা সংকট, দখল, দূষণ নিয়ে গণমাধ্যম বার বার তথ্য-চিত্র তুলে ধরছে। ফলে জন সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে আমাদের কাজ গুলো করার ক্ষেত্রে অনেক বেশি শুবিধা হচ্ছে। আমরা ঢাকা, চট্রোগ্রাম টার্গেট করে কাজ করছি। পটুয়াখালী দখল মুক্ত করতে ইতোমধ্যে তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে আমরা দখলদারদের উচ্ছেদ করবো। পায়রা বন্দর কর্তৃপক্ষের তথ্য দিতে গরিমশি প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গণমাধ্যমে তথ্য পেতে কোন বাঁধা নেই। সে কাজ বাংলাদেশ তথ্য কমিশন করেছে। যে কোন তথ্য পথ অনুসরণ করে চাইলে গণমাধ্যম পাবে। এসময় বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, পটুয়াখালী বিআইডব্লিউটিএর উপ পরিচালক মো. মহিউদ্দিনসহ নদী বন্দরের উর্ধতন কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
×