ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঋণ পরিশোধে চীনের কাছে আরও এক বছর সময় চায় পাকিস্তান

প্রকাশিত: ১৯:১৯, ১৭ জুন ২০২১

ঋণ পরিশোধে চীনের কাছে আরও এক বছর সময় চায় পাকিস্তান

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঘনিষ্ঠ মিত্র চীনের কাছ থেকে গত বছর নেয়া ১০০ কোটি ডলার ঋণ পরিশোধে আরও এক বছরের সময় চেয়েছে পাকিস্তান। দ্য ফন্ট্রিয়ার পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের ৮ তারিখ চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে চিঠি লেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ২৩ জুলাই পাকিস্তানের ওই ঋণ পরিশোধের কথা। চিঠিতে ইমরান বলেন, চীনের ১০০ কোটি ডলারের ঋণ পাকিস্তানের এক্সটারনেল অ্যাকাউন্টের ওপর চাপ কমাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি অনুরোধ জানিয়ে বলেন, ১ শতাংশ সুদের হারে এই ঋণ পরিশোধে পাকিস্তানকে আরও ১২ মাস সময় যেন দেয়া হয়। এর আগে চীন ডেট লায়াবিলিটিজে ৩ বিলিয়ন ডলার দিতে অসম্মতি জানালে পাকিস্তানের দেনা বেড়ে যায়। চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) আওতায় চীনের অর্থায়নে পাকিস্তানের বিদ্যুত প্রকল্পে ডেট লায়াবিলিটিজ মওকুফে বেইজিংকে অনুরোধ জানিয়েছিল ইসলামাবাদ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুত ক্রয় চুক্তি নিয়ে ইসলামাবাদের ফের আলোচনার অনুরোধে প্রত্যাখ্যান করে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়, ঋণ মওকুফ করতে হলে সে ক্ষেত্রে চীনের ব্যাংকের শর্তাবলি সংশোধন করা লাগবে। পাকিস্তানের অনুরোধের জবাবে চীন আরও জানায়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির ধারা আবার পুনর্বিবেচনায় রাজি নয় চায়না ডেভেলপমেন্ট ব্যাংক, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অফ চায়নাসহ অন্যান্য ব্যাংক। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চের শেষের দিকে পাকিস্তানের ঋণ ও লায়াবিলিটিজ ৪৫ দশমিক ৪৭০ ট্রিলিয়ন রুপিতে উন্নীত হয়, যা আগের বছরের চেয়ে ২ দশমিক ৬৬৬ ট্রিলিয়ন রুপি বা ৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি।
×