ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্লিনে ফেবারিটদের জয়জয়কার

প্রকাশিত: ২৩:৪২, ১৭ জুন ২০২১

বার্লিনে ফেবারিটদের জয়জয়কার

স্পোর্টস রিপোর্টার ॥ বার্লিন ওপেনের প্রথম পর্বে জয়ের দেখা পেয়েছেন ফেবারিট সব তারকাই। দারুণ জয় দিয়েই জার্মানির এই টুর্নামেন্টের মিশন শুরু করেছেন সাবেক গ্র্যান্ডস্ল্যামজয়ী গারবিন মুগুরুজা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, এ্যাঞ্জেলিক কারবার এবং মেডিসন কেইসের মতো খেলোয়াড়রা। তবে দ্বিতীয় পর্বে চমকে দিয়েছেন একাটেরিনা আলেক্সান্দ্রোভা। বুধবার রাশিয়ার এই তারকা ৬-৪ এবং ৭-৫ ব্যবধানে সরাসরি সেটে পরাজিত করেন এলিনা সিতলিনাকে। সেইসঙ্গে চারবারের প্রচেষ্টায় প্রথমবার হারের স্বাদ উপহার দেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাইকে। এর ফলে ২০২১ সালে পঞ্চম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন ২৬ বছর বয়সী একাটেরিনা আলেক্সান্দ্রোভা। দুটি গ্র্যান্ডস্ল্যামের মালিক গারবিন মুগুরুজা। কিন্তু দুর্ভাগ্য তার। সদ্য সমাপ্ত ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই যে বিদায় নেন স্পেনের এই টেনিস তারকা। তবে বার্লিন ওপেনে জয় দিয়েই কোর্টে ফিরেছেন তিনি। ২৭ বছরের অভিজ্ঞ তারকা মঙ্গলবার নিজের প্রথম পর্বের ম্যাচে ৬-৩ এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন সোরানা চিরস্টিয়াকে। প্রতিপক্ষকে হারাতে এদিন তার সময় লাগে ১ ঘণ্টা ১৯ মিনিট। এই জয়ের ফলে চিরস্টিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এখন ৪-০ ব্যবধানে এগিয়ে গেলেন মুগুরুজা। জয়ের পর দারুণ খুশি এই স্প্যানিয়ার্ড। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘খুবই সন্তোষজনক পারফর্মেন্স। প্রথম ম্যাচ কেমন হবে? তা আপনি কখনোই বলতে পারবেন না, বিশেষ করে ঘাসের কোর্টে। তাও আবার দুই বছর পর কোর্টে নেমে। তাই সোরানার বিপক্ষে সরাসরি সেটে জিতে আমি খুই রোমাঞ্চিত। আমরা একে অপরের বিপক্ষে অনেকবারই মুখোমুখি হয়েছি এবং তার বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন।’
×