ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র ভার্সিটি ভিসি আব্দুল লতিফের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ২৩:৩৪, ১৭ জুন ২০২১

রবীন্দ্র ভার্সিটি ভিসি আব্দুল লতিফের দায়িত্ব গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৬ জুন ॥ শাহজাদপুরে অবস্থিত ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভিসির দায়িত্ব পেয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ। বর্তমান ভিসি অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের চার বছরের মেয়াদ ১১ জুন শেষ হওয়ায় এবং পরবর্তী ভিসি নিযুক্ত না হওয়া পর্যন্ত অধ্যাপক মোঃ আব্দুল লতিফকে এ চলতি দায়িত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।’ বুধবার বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ট্রেজারার অধ্যাপক (অব.) মোঃ আব্দুল লতিফকে ভিসির চলতি রুটিন দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ট্রেজারার পদে থেকে অতিরিক্ত হিসেবে ভিসির চলতি রুটিন দায়িত্ব পালন করবেন।’
×