ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মামুনুলসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৩:৩৩, ১৭ জুন ২০২১

মামুনুলসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

কোর্ট রিপোর্টার ॥ ২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর ভাটারার আল মাদরাসাতু মুঈনুল ইসলামের পক্ষে মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী এ মামলাটি করেন। ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভ‚ঁইয়া বিষয়টি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার আদালত সূত্র থেকে মামলার বিষয়টি জানা গেছে। মামলায় অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম মুহতামিম মুফতি আতাউর রহমানের মৃত্যুর আগে বিভিন্ন সময়ে ছাত্র-শিক্ষকদের খাবার হিসেবে চাল, ডাল এবং ভবনের নির্মাণ সামগ্রী ক্রয়সহ বিভিন্ন ধরনের খরচ দেখিয়ে আসামিরা ২০ কোটি টাকা আত্মসাত করেন।
×