ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিবচরে ১৩ ইউপি নির্বাচন : আচরণবিধি ভঙ্গের দায়ে ৫জনকে জরিমানা

প্রকাশিত: ২১:২৫, ১৬ জুন ২০২১

শিবচরে ১৩ ইউপি নির্বাচন : আচরণবিধি ভঙ্গের দায়ে ৫জনকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনায় আচরণবিধি ভঙ্গের দায়ে শিবচরে ৫ইউনিয়নের প্রার্থীদের ৫ সমর্থককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আগামী ২১ জুন প্রথম দফায় শিবচরের ১৩ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে। নির্বাচনী এলাকায় পরিবেশ সুশৃংখল রাখতে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। মঙ্গলবার রাত পর্যন্ত আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুর রহমান উত্তর বহেরাতলা ইউনিয়নের নূর আলমকে ৫০ হাজার টাকা, দক্ষিন বহেরাতলা ইউনিয়নের হাসানউদ্দিনকে ১০ হাজার, বাঁশকান্দি ইউনিয়নের জাকির হোসেনকে ১০হাজার, নিলখী ইউনিয়নের দিদার হোসেনকে ১০হাজার টাকাসহ ৮০হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে একই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বায়েজিদুর রহমান ভান্ডারিকান্দি ইউনিয়নের সজিব মিয়াকে ১০হাজার টাকা জরিমানা করেন।
×