ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরেকটি বিশ্বকাপে অংশ নিতে ফ্রান্স যাচ্ছেন বাংলাদেশের তীরন্দাজরা

প্রকাশিত: ১৯:৪৯, ১৬ জুন ২০২১

আরেকটি বিশ্বকাপে অংশ নিতে ফ্রান্স যাচ্ছেন বাংলাদেশের তীরন্দাজরা

স্পোর্টস রিপোর্টার ॥ আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৩ ১৮-২৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই আসরে অংশ নিতে কাল বৃহস্পতিবার ভোরে বিমানযোগে ফ্রান্সের প্যারিসে যাচ্ছে বাংলাদেশ জাতীয় আরচারি দল। রিকার্ভ আরচারদের চার জন পুরুষ ও চার জন নারী। এরা হলেন : রোমান সানা, রামকৃষ্ণ সাহা, হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফ, দিয়া সিদ্দিকী, বিউটি রায়, মেহেনাজ অঅক্তার মনিরা ও নাসরিন আক্তার। বাংলাদেশের দলের পৃষ্ঠপোষক সিটি গ্রুপ। বাংলাদেশ দল অংশ নেবে রিকার্ভ ডিভিশনের পুরুষ একক, পুরুষ দলীয়, মহিলা একক, মহিলা দলীয় ও মিশ্র দলীয় ইভেন্টে। এই আসর আবার টোকিও অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশন রাউন্ডও বটে। এই আসরের তিন বিভাগে থেকে অলিম্পিকের কোটা প্লেস পাওয়ার সুযোগ হাতছানি দিচেছ লাল-সবুজ বাহিনীকে। প্যারিসের এই আসর সামনে রেখে গত মেতে সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত আরচারি বিশ্বকাপ স্টেজ-২-তে অংশ নিয়ে বাংলাদেশ রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেছিল (রোমান-দিয়া জুটির কল্যাণে)। প্যারিসের আসরে রিকার্ভ মহিলা এককে ৪৩ দেশের ১০৫ আরচার অংশ নেবেন। রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগে যথাক্রমে ৩৯টি ও ২৮টি দেশ অংশ নেবে। লুজান থেকে ফিরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুশীলন করেছে দল। আজ বুধবার সংবাদ সম্মেলনে প্যারিসের আসর নিয়ে আশাবাদ জানান বাংলাদেশ দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক।
×