ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় কিশোরসহ নিহত ৫

প্রকাশিত: ০০:৫০, ১৬ জুন ২০২১

সড়ক দুর্ঘটনায় কিশোরসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় তিন জেলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে মাদারীপুরে মোটরসাইকেলের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন, গাজীপুরের শ্রীপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর এবং নাটোরে বালুবোঝাই ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ট্রান্সপোর্টের কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হাফেজ আব্দুর রহমান (২২) ও মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন (২৭) নিহত হয়েছেন। মোটরসাইকেলের আরেক আরোহী আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাজীপুরে দুই কিশোর ॥ শ্রীপুরে মঙ্গলবার বিকেলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে আরোহী দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলো কাপাসিয়ার কান্দানিয়া গ্রামের অলি উল্লাহর ছেলে তরিকুল ইসলাম (১৮) ও আব্দুল হকের ছেলে মেহেদী হাসান (১৯)। মঙ্গলবার বিকেলে কাপাসিয়া থেকে মোটরসাইকেলে চড়ে তরিকুল ও মেহেদী হাসান কাপাসিয়া থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। পথে শ্রীপুরের রাজাবাড়ি এলাকার এসিআই কারখানার সামনে পৌঁছলে যাত্রীবাহী রাজদূত পথের সাথী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তরিকুল ইসলাম ঘটনাস্থলেই ও মেহেদী হাসান হাসপাতালে নেয়ার পথে মারা যান। নাটোরে শ্রমিক ॥ বাগাতিপাড়ায় বালু বোঝাই ট্রাক উল্টে বিদ্যুত হাসান (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে দয়ারামপুর ইউনিয়নের চিমনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুত হাসান রাজশাহীর বাঘা থানার উত্তর মিলকিপাড়া গ্রামের মাসুদ হাসানের ছেলে।
×