ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ॥ দীপু মনি

প্রকাশিত: ২৩:১৩, ১৬ জুন ২০২১

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ॥ দীপু মনি

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ঢাকা, ১৫ জুন ॥ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান বলে জানিয়েছন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মন্ত্রী। গত বছরের শেষ ও এ বছরের গোড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিরাট সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, সংক্রমণের ও মৃত্যুর হার আমরা অনেকটা কমিয়ে আনতে পেরেছিলাম। কিন্তু বিশ্বব্যাপী এখন আবার নতুন ঢেউ শুরু হয়েছে, আমাদের প্রতিবেশী দেশগুলোতেও খারাপ অবস্থা। আমদের এখানেও আবার উর্ধগামী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার শতকরা ১৫ ভাগের কাছাকাছি আবার চলে গেছে। এখন অনেক জেলা আবার নতুন করে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির মুখে, কোন কোন জেলায় গত ১ বছরে সর্বোচ্চ সংক্রমণ দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো অবস্থা নেই। বারবার আমরা বলেছি আমাদের বেঁচে থাকতে হবে। আর যেখানে জীবিকার প্রশ্ন সেখানে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সকল কিছু করা হচ্ছে বলেই বাংলাদেশ জীবন ও জীবিকা এই দুটির মধ্যে ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিকভাবে সারাবিশ্বে সঙ্কটাপন্ন দেশগুলোর মধ্যে এখন বাংলাদেশ সবচেয়ে ভাল ও অন্যতম। এ সময় তিনি আরও বলেন, চীন থেকে আসা ৬ লাখ ডোজ করোনা টিকা অগ্রাধিকার ভিত্তিতে মেডিক্যাল শিক্ষার্থীদের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের দেয়া হবে। এছাড়া আগামী এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া বিষয়ে নতুন পরিকল্পনা নেয়া আছে। এর আগে মাদ্রাসা মাঠে একটি আম গাছ রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ হেলাল উদ্দিন এনডি, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক কে এম রুহুল আমিন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথসহ আরও অনেক।
×