ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় ভিটামিন ডি

প্রকাশিত: ২৩:১১, ১৬ জুন ২০২১

করোনায় ভিটামিন ডি

* এক দল গবেষক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে ভিটামিন ডি ব্যবহারের জন্য। * যেন দেশে ভিটামিন ডি’র ব্যবহার বেড়ে যায়। তাহলে করোনা প্যানডেমিক থামানো সহজ হবে। * ব্রিটেনের ইমপেরিয়াল কলেজের ডাঃ ডেভিসের মতে ভিটামিন ডি খেতে হবে দৈনিক প্রয়োজনীয় ভিটামিনের দশ গুণ। * অর্থাৎ দৈনিক ভিটামিন ডি-র প্রয়োজনীয়তা ৪০০ র ঁ। কোভিডের সময় তা খেতে হবে ৪০০০ র ঁ। * ভিটামিন ডি মানবদেহের অন্তর্গত ইমিউনিটি (রহহধঃব রসসঁহরঃু) কে জাগিয়ে তোলে। * ভিটামিন ডি করোনাকে প্রতিরোধ ও প্রতিকার- দুটোই করে থাকে। * তবে কতদিন খেতে হবে এই ডোজ তা স্পষ্ট নয়। * কেউ কেউ বলতে চাইছেন ৭ দিন বা বেশি সময় ধরে এই ডোজে খাওয়া যেতে পারে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×