ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শুরু হচ্ছে মাসব্যাপী ‘বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন’

প্রকাশিত: ২৩:০৮, ১৬ জুন ২০২১

শুরু হচ্ছে মাসব্যাপী ‘বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন’

স্টাফ রিপোর্টার ॥ ওআইসি (ইসলামী সহযোগিতা সংস্থা)-র অন্তর্ভুক্ত বিশ্বের ৫৭টি দেশসহ তরুণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে শুরু হচ্ছে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-২০২১: বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন’। মাসব্যাপী ভার্চুয়াল এ শিল্পকর্ম প্রদর্শনীতে বাংলাদেশসহ, এশিয়া এবং বিশে^র অন্য দেশসমূহের তিনটি অঞ্চল থেকে ৪টি ক্যাটাগরিতে নির্বাচিত ১০০টি শিল্পকর্ম স্থান পাবে। আগামীকাল (১৭ জুন) বিকেল ৪টায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হবে। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি এই আয়োজনের সহযোগিতা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ওআইসি ইয়ুথ ক্যাপিটাল এবং ইস্তান্ব^ুল ভিত্তিক ইসলামিক সহযোগিতা যুব ফোরাম (আইসিওয়াইএফ)। এ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন হয় শিল্পকলা একাডেমির অফিসিয়াল ফেসবুকে মঙ্গলবার দুপুরে। এতে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সম্মানিত অতিথি তুরস্কের ইস্তান্ব^ুলের আই সি ওয়াই এফ’র প্রেসিডেন্ট তাহা আয়হান, বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন ও সংস্কৃতি সচিব মোঃ বদরুল আরেফীন। স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। যুব সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সরকারের প্রশংসনীয় নেতৃত্বের জন্য বাংলাদেশকে ঢাকা ওয়াইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ ঘোষণা করা হয়। ২৫ ডিসেম্বর ২০১৯ ইসলামী সহযোগিতা সংস্থা (ও আই সি) এবং ইস্তান্ব^ুল ভিত্তিক ইসলামিক সহযোগিতা যুব ফোরাম এই ঘোষণা দিয়েছে। ঢাকাকে নির্বাচন বিশ্বব্যাপী তরুণদের মধ্যে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের বিশ্বাস এই প্রতিযোগিতার আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপনকে আরও সমৃদ্ধ করেছে। তিনটি অঞ্চল হতে ৪ মাধ্যমে ৩২টি আঞ্চলিক পুরস্কার নির্ধারণ করা হয়েছে। ১ম পুরস্কার ৫শত ডলার, ২য় পুরস্কার ৩শত ডলার, ৩য় পুরস্কার ২শত ডলার। প্রদর্শিত ১০০টি চিত্রকর্ম হতে ৪টি ক্যাটাগরির প্রতিটি হতে একটি করে সেরা চিত্রকর্ম নির্বাচন করা হবে। ৪টি ক্যাটাগরি থেকে চারটি সেরা চিত্রকর্ম দুই হাজার পাঁচশত ডলার পুরস্কার হিসেবে পাবে এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে সনদপত্র প্রদান করা হবে। প্রদর্শনীটি ভার্চুয়ালি দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ও আই সির ওয়েব সাইট ভিজিট করে।
×