ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ প্রার্থী

প্রকাশিত: ২২:৫৯, ১৬ জুন ২০২১

তিন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ প্রার্থী

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের ৩টি আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ প্রার্থী। এর মধ্যে ঢাকা-১৪ আসনে ৬ জন, সিলেট-৩ আসনে ৬ জন এবং কুমিল্লা-৫ আসনে ২ জন। মাঠ পর্যায় থেকে আসা তথ্য সমন্বয় করে এ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোঃ আতিয়ার রহমান। ২ জুন নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে ২৮ জুলাই এই তিন আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ছিল এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজ বুধবার মনোনয়নপত্র বাছাই এবং ২৪ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আবু হানিফ, বিএনএফ-এর এ ওয়াই এম কামরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান ও রুহুল আমীন।
×