ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ট্রাকসহ বিপুল পরিমান গাঁজা উদ্ধার, আটক ২

প্রকাশিত: ২১:৫৪, ১৫ জুন ২০২১

লালমনিরহাটে ট্রাকসহ বিপুল পরিমান গাঁজা উদ্ধার, আটক ২

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লারমনিরহাট সদর থানার পুলিশ ট্রাকে গাঁজা পাচারের সময় ব্যবহৃত ট্রাকসহ ট্রাক চালক রুবেল খান(২৫), ট্রাকের সহকারী নয়ন মিয়া (২৪) ও ট্রাক মালিক ইস্রাফিল আলম ইসরাইল (৪৩)কে আটক করেছে। আজ মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করেছে। বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যার পূর্ব মূহুর্তে জেলা সদরের দুড়াকুঠির বাজার সংলগ্ন জনৈক হায়দার আলীর ধান কল চাতাল মিলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে ভুট্টা বোঝাই ট্রাক আটক করে তল্লাসি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক রুবেল খাঁন ও সহকারী নয়ন মিয়া ও ট্রাকের মালিক আলমকে আটক করা হয়। আটক ট্রাক মালিক ইস্রাফিল আলম ইসরাইল জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা। আটক চালক রুবেল খাঁন বরগুনা জেলার কেজি স্কুল মোল্লাবাড়ি গ্রামের কামাল খাঁনের ছেলে ও নয়ন মিয়া জেলার আদিতমারী উপজেলার দক্ষিন গোবদা চাকরার পার গ্রামের লোকমান হোসেনের ছেলে। র্দীঘদিন ধরে ট্রাক চালক রুবেল খাঁন হেলপার নয়ন মিয়ার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে আসছে। ট্রাকের মালিক ইসরাইল থানায় এসে তার ট্রাক দাবি করলে পুলিশ তাকেও আটক করে। এ ব্যাপারে এসআই নুর-আলম বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। যাহার মামলা নং( ৪৩) ধারা ২০১৮ এর ৩৬(১)এর ১৯(গ)৩৮/৪১। সদর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে জানা গেছে, ট্রাক মালিক আলম হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে, তার নামে বে নামে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। তার একাধিক কোটি টাকা মূল্যেও বিশাল বিশাল ২২ চাকার ট্রাক বা লড়ি রয়েছে। দেশের বিভিন্ন জেলার তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
×