ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাজারীবাগে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে নিহত ১

প্রকাশিত: ২০:২৭, ১৫ জুন ২০২১

হাজারীবাগে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে নিহত ১

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় আরএস সিএনজি গ্যাস স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে সালমা আক্তার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই ট্রাকের বালু তোলা ও ফেলার শ্রমিক ছিলেন। নিহতের বাবার নাম হারুন মিয়া। স্বামীর নাম খোরশেদ। গ্রামের বাড়ি বিবাড়িয়া জেলার বিজয়নগর থানার চানপুর গ্রামে। হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে হাজারীবাগ বাঁধ সংলগ্ন আরএস সিএনজি পাম্পে একটি ট্রাকে গ্যাস নিচ্ছিলেন। এ সময় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণে ঘটে। এ সময় পাশের থাকা ওই ট্রাকের বালু ফেলার নারী শ্রমিক সালমা আক্তার গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের স্বামীর খোরশেদ জনকণ্ঠকে জানান, তারা রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যানে ৪ ছেলে ১ মেয়েকে নিয়ে থাকতেন। অভাব অনটনের সংসারে স্ত্রী সালমা ট্রাকের বালু তুলে তার অন্য কোন স্থাপনায় ফেলার শ্রমিক ছিলেন। তিনি জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে ট্রাকে বালু তোলার জন্য বাসা থেকে বের হন। এরপর ভোরেরদিকে কোথায় সেই ট্রাক থেকে বালু ফেলে ফিরছিলেন। পথিমধ্যে বেরীবাধে ওই সিএনজি স্টেশন থেকে ট্রাকের গ্যাস নেয়ার সময় এই সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে তার স্ত্রীর মৃত্যু হয়। পরে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
×