ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু ৬ লাখ ছাড়াল

প্রকাশিত: ১৬:১৫, ১৫ জুন ২০২১

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু ৬ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা যে রকম স্বাভাবিক ছিল তেমনটি ফিরে আসতে শুরু করার মধ্যেই দেশটিতে কোভিড-১৯ জনিত মৃত্যু ছয় লাখ ছাড়িয়েছে। সোমবার দেশটি মৃত্যুর এই বেদনাদায়ক মাইলফক পার করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। রয়টার্সের টালি জানাচ্ছে, করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী প্রায় ৪০ লাখ লোকের মৃত্যু হয়েছে, এর প্রায় ১৫ শতাংশই হয়েছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ পর্যন্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা তিন কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ৭৫৮ জনে দাঁড়িয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডে দেওয়া তথ্যে দেখা গেছে। হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ জনিত মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ৯৯ হাজার ৯৪৫, যা ছয় লাখ থেকে কিছুটা কম। দেশটির অধিকাংশ নাগরিক টিকা আওতায় আসায় সেখানে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। শোক, দীর্ঘায়িত রোগ লক্ষণ, অর্থনৈতিক ক্ষতি ও লকডাউনের মধ্যে বিচ্ছিন্নতার শিকার হলেও এক বছরেরও বেশি সময় ধরে চল অসুস্থতা ও লকডাউন থেকে বের হয়ে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন দেশটির নাগরিকরা। শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর আছে যথাক্রমে ভারত ও ব্রাজিল; আর মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে ব্রাজিল, তৃতীয় স্থানে ভারত।
×