ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০০:৩৭, ১৫ জুন ২০২১

ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ জুন ॥ বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে এবার জমি দখলের অভিযোগ তুলেছেন এক ইউপি চেয়ারম্যান। সোমবার বিকেলে বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন এ অভিযোগ তোলেন। সুজন অভিযোগ করে বলেন, ঢাকা বোট ক্লাবের ৭৭ শতাংশ জায়গা আমি কয়েক বছর যাবত সরকারের কাছ থেকে লিজ নিয়েছি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ আমাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে সেই জমি তাদের দখলে রেখে দিয়েছে। ক্লাবের সামনের অংশেই আমার জমি তারকাঁটায় বেড়া দিয়ে রাখা হয়েছে। আমি প্রতি বছর জমিটি নবায়নের জন্য সরকারের কোষাগারে অর্থ জমা দেই। এখনও আমার নামে ওই জমির লিজ রয়েছে। কিন্তু পুলিশের উর্ধতন এক কর্মকর্তা সেই ক্লাবের সদস্য। তার ভয় দেখিয়ে সে জমি দখল করে নেয়া হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে সাহস পায়নি আমি। জমি দখলের বিষয়ে জানতে ঢাকা বোট ক্লাবের ইসি কমিটির সদস্য বখতিয়ার আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
×