ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এপ্রিলের পর ভারতে দৈনিক শনাক্ত সর্বনিম্ন

প্রকাশিত: ২৩:২৮, ১৫ জুন ২০২১

এপ্রিলের পর ভারতে দৈনিক শনাক্ত সর্বনিম্ন

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে এপ্রিলের পর কোভিড-১৯ দৈনিক শনাক্তের হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আর করোনা থেকে বাঁচতে মালয়েশিয়ার নতুন খসড়া তৈরি করেছে। এছাড়া ইংল্যান্ডে লকডাউন বাড়ছে আরও চার সপ্তাহ। অন্যদিকে সারাবিশে^ সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার ৮৭১ জন। সুস্থ হয়ে উঠেছে ১৬ কোটি ১০ লাখ ১৯ হাজার ১৮৯ জন। মারা গেছে ৩৮ লাখ ২২ হাজার ৩৯৪ জন। হাসপাতালে ভর্তি আছেন এক কোটি ২১ লাখ ২৮ হাজার ৫৯০ জন। যাদের মধ্যে ৮৪ হাজার ৯৫৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন তিন লাখ ২২৯ জন। একদিনে মারা গেছেন ৬ হাজার ৭৮৬ জন। খবর বিবিসি, সিএনএন ও ওয়ার্ল্ডোমিটার্সের। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমতে থাকলেও সেই অনুপাতে মৃত্যুর সংখ্যা কমছে না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৭০ হাজার ৪২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন আর একই সময় মৃত্যু হয়েছে ৩৯২১ জনের। ১ এপ্রিলের পর থেকে ভারতে দৈনিক শনাক্ত রোগীর এটিই সর্বনিম্ন সংখ্যা বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। নতুন আক্রান্তদের নিয়ে ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দুই কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, ভারত আছে দ্বিতীয় স্থানে। মালয়েশিয়ার নতুন খসড়া ॥ করোনা মহামারী থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে মালয়েশিয়া। সরকার এ বিষয়ে জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনার একটি খসড়া তৈরি করছে। এমনটি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। চলমান কোভিড-১৯ মোকাবেলা, অর্থনীতি, টিকাদান কর্মসূচী ইত্যাদির শর্তাদিসহ যে সকল প্রস্তুতি হয়েছে তার ওপর ভিত্তি করে এই পরিকল্পনাটি জাতীয় সুরক্ষা কাউন্সিলে (এমকেএন) আগামী সপ্তাহে উপস্থাপিত হবে। ইংল্যান্ডে লকডাউন বাড়ছে ॥ আগামী ২১ জুন চলমান লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা ছিল ইংল্যান্ড সরকারের। কিন্তু দেশটির সিনিয়র মন্ত্রীরা লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন।
×