ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাইভেটকারের ধাক্কায় সেনা সদস্যসহ পাঁচজন নিহত

প্রকাশিত: ২৩:১৪, ১৫ জুন ২০২১

প্রাইভেটকারের ধাক্কায় সেনা সদস্যসহ পাঁচজন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সোমবার চার জেলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে রংপুরে প্রাইভেটকারের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এছাড়া সোমবার চাঁপাইনবাগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর মোড়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এনজিও কর্মী, নীলফামারীর ডোমারে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ এবং রাজবাড়ী কালুখালী উপজেলা বোয়ালিয়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রংপুর ॥ রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। নাটোর ॥ নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মেহেদী হাসান উজ্জল (৩০) নামে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কয়েন বাজার এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের রশিকনগর মোড়ে ট্রাক- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রশিকনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী ॥ রাজবাড়ী কালুখালী উপজেলা বোয়ালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দিয়ানত ম-ল (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বোয়ালিয়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় এ ঘটনা ঘটে। নীলফামারী ॥ ডোমার উপজেলায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় রশিদা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বোড়াগাড়ি-ধর্মপাল সড়কের পাশারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের রশীদপুর গ্রামের অহিদুল ইসলামের স্ত্রী।
×