ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বান্দরবানে ডায়রিয়ায় মৃত্যু ৬, আক্রান্ত শতাধিক

প্রকাশিত: ২২:২০, ১৫ জুন ২০২১

বান্দরবানে ডায়রিয়ায় মৃত্যু ৬, আক্রান্ত শতাধিক

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৪ জুন ॥ থানচি উপজেলার পর এবার আলীকদম উপজেলার দুর্গম কুরুক পাতা ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপে গত চার দিনে ৯ পাড়ার ছয় জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় শতাধিক। আর ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসার জন্য সোমবার দুপুরে হেলিকপ্টারে পাঠানো হয়েছে মেডিক্যাল টিম। জানা গেছে, আলীকদমে ডায়রিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুরুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়ার মাংদম ম্রো, ঙানলি ম্রো, রেংচেং ম্রো, ইয়ুংচা পাড়ার রামদন ম্রো, কাইসার ম্রো ও তুমলত ম্রো। সোমবার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতং ম্রো বলেন, গত চারদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। ডায়রিয়া ছড়িয়ে পড়েছে অন্তত ৯টি পাড়ায়। বর্তমানে অনেকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
×