ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুঃখী মানুষের নেত্রী শেখ হাসিনা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১:২১, ১৪ জুন ২০২১

দুঃখী মানুষের নেত্রী শেখ হাসিনা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, দুঃখী মানুষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সব সময় খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আওয়ামীলীগ এমন একটি সরকারের দল, যে দল মানুষের বিপদে পাশে দাড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মন্ত্রী রাসেল সোমবার টঙ্গীর মিলগেটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্হ বস্তিবাসীদের মাঝে খাদ্য সামগ্রী এবং শাড়ি-লুঙ্গি বিতরণকালে এসব কথা বলেন। রবিবার ভোররাতে টঙ্গীর মিলগেটে চুড়ি কারখানার পিছনের বস্তিতে এক ভয়াবহ আগুনে কয়েকশ বস্তিঘর দোকানপাট ও ঝুট গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। আগুনে বস্তিবাসীর প্রায় সবাই ঘর সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। চাউল-ডাউল থেকে শুরু করে পরনের কাপড় পর্যন্ত পুড়ে গেছে আগুনে। খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন তারা, দিন কাটাচ্ছেন অনাহারে অধাহারে। এমন খবর পেয়ে টঙ্গী গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ছুটে আসেন ঘটনাস্থলে। ক্ষতিগ্রস্হদের মাঝে বিতরণ করেন শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা বিকম মতি, হাজী মনির আহমেদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম ও আওয়ামীলীগের স্হানীয় ওয়ার্ড আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রমুখ। মন্ত্রী রাসেল বস্তিবাসীদের উদ্দেশ্যে আরো বলেন, শেখ হাসিনার সুযোগ্য উত্তরসূরী প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার বস্তিবাসীর সুখে দু:খে কাজ করেছেন এবং তিনি সব সময় বলতেন, বস্তিবাসীরা আমার বংশধর। আজকের এই দু:সময়ে কিছুটা হলেও সহযোগিতা করে আমাদের জীবন স্বার্থক হয়েছে এবং আপনাদের এই দু:সময়ে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মন্ত্রী বলেন, বিপদে বন্ধুর পরিচয়, আর এ পরিচয় দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে আমি এবং আওয়ামীলীগের নেতা কর্মীরা আপনাদের পাশে আজ ছুটে এসেছি।
×