ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

প্রকাশিত: ২০:০২, ১৪ জুন ২০২১

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান কাল মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার খেলা মঙ্গলবার বেলা ৩টা থেকে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন কামাল অডিটোরিয়াম লাউঞ্জে শুরু হবে। ৯ রাউন্ড সুইস-লীগ পদ্ধতিতে এ প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, মিনহাজ উদ্দিন ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদসহ প্রায় ১২০ খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেবেন। প্রতিযোগিতার বিজয়ীদের নগদ দুই লাখ টাকা অর্থ পুরস্কার ও ৫০ হাজার টাকার ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হবে। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও গেমস ও ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএ, ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
×