ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ ম্যাচে ওমানের বিপক্ষে পয়েন্টে চায় বাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৩, ১৪ জুন ২০২১

শেষ ম্যাচে ওমানের বিপক্ষে পয়েন্টে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ একদিকে ৮০ নম্বর ফিফা রাংকিংধারী মধ্যপ্রাচ্যের দেশ ওমান। অন্যদিকে ১৮৪ নম্বর রাংকিংধারী দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ। রাংকিংয়ের ব্যবধান ১০৪। তাছাড়া মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও পিছিয়ে লাল-সবুজ বাহিনী। ইন্টারনেটের তথ্য অনুযায়ী দুইবারের মোকাবেলায় দু’বারই হেরেছে বাংলাদেশ। সাদা চোখে দেখলে এই দুই দলের মধ্যে নতুন করে লড়াই হলে সেই খেলায় স্পষ্টতই ফেভরিট মধ্যপ্রাচ্যের দেশটিই। কিন্তু খেলাটা যেহেতু ফুটবল, আর নিজেদের সেরাটা দিতে পারলে এ খেলায় যেহেতু অঘটনও ঘটানো সম্ভব, কাজেই হাল ছাড়তে রাজী নয় ‘দ্য বেঙ্গল টাইগার্স’ খ্যত বাংলাদেশ দল। ‘দ্য গালফ সাম্বা’ খ্যাত ওমানের কাছ থেকে তার যদি কাল অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ বাছাই ও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের (যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে) ম্যাচে কোন পয়েন্ট ছিনিয়ে নিতে পারে, তাহলে অবাক হবার কিছু নেই। তাছাড়া আন্ডারডগ বিধায় এই ম্যাচে বাংলাদেশ দলের হারানোরও কিছু নেই। এই ম্যাচ দিয়েই বাছাই পর্বের মিশন শেষ হতে যাচ্ছে। এই ম্যাচে বাংলাদেশ চাইছে একটা সম্মানজনক ফল। এই ম্যাচে বাংলাদেশ দলকে খেলতে হবে তাদের নিয়মিত পাঁচ ফুটবলারকে ছাড়াই। কার্ড সমস্যায় খেলতে পারবেন না অধিনায়ক-ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভুঁইয়া, লেফট ব্যাক রহমত মিয়া, লেফট উইঙ্গার বিপলু আহমেদ। আর চোট সমস্যার কারণে খেলতে পারবেন না মিডফিল্ডার মাসুক মিয়া জনি এবং মিডফিল্ডার সোহেল রানা। নিয়মিত অধিনায়ক জামালের অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করবেন সেন্টার ব্যাক তপু বর্মণ। বিশ্বকাপ বাছাইয়েই প্রথম লেগে এ্যাওয়ে ম্যাচে মাসকটে ওমানের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এদিকে ম্যাচের আগেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে-এই ম্যাচের পারফরম্যান্স দিয়েই বাংলাদেশ দলের সঙ্গে কোচ জেমি ডের থাকা-না থাকা নির্ভর করছে। ভাঙা দল নিয়ে শক্তিশালী ওমানের বিরুদ্ধে হার এড়ানোটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ব্রিটিশ কোচের জন্য। ই-গ্রুপে পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে তলানিতে আছে বাংলাদেশ। ৭ ম্যাচের ৫টিতেই হেরেছে তারা। ড্র করেছে ২টিতে। একটি ভারতের সঙ্গে (১-১), অন্যটি আফগানিস্তানের সঙ্গে (১-১)। পক্ষান্তরে সমান ম্যাচে ৫ জয় ও ২ হারে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ওমান।
×