ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফাইজার-সিনোফার্মের টিকা দেওয়া শুরু আগামী সপ্তাহে ॥ স্বাস্থ্য ডিজি

প্রকাশিত: ১৪:৪৮, ১৪ জুন ২০২১

ফাইজার-সিনোফার্মের টিকা দেওয়া শুরু আগামী সপ্তাহে ॥ স্বাস্থ্য ডিজি

অনলাইন ডেস্ক ॥ আগামী সপ্তাহ থেকে দেশে ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার সকালে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের ফাইজারের ও চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে। তবে ঠিক কোন তারিখ থেকে এই টিকাদান শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি স্বাস্থ্যের ডিজি। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে নিবন্ধন করেছেন এমন ব্যক্তিরাই ফাইজার ও সিনোফার্মের টিকা পাবেন। খুব শিগগির নিবন্ধন করা ব্যক্তিদের এসএমএসের মাধ্যমে তারিখ জানানো হবে। আন্তর্জাতিক টিকা জোট কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ করোনার টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া চীন দুই দফায় বাংলাদেশকে সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। দ্বিতীয় দফায় ছয় লাখ ডোজ টিকা রবিবার বিকেলে দেশে পৌঁছায়।
×