ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইবির চূড়ান্ত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ১৯ জুন

প্রকাশিত: ১২:৪৪, ১৪ জুন ২০২১

ইবির চূড়ান্ত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ১৯ জুন

ইবি সংবাদদাতা ॥ আগামী ১৯ জুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের স্থগিত ও চূড়ান্ত পরীক্ষাসমূহ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ১৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে সশরীরে নাকি অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা এখনই বলা সম্ভব নয়।’ জানা গেছে, গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা সরাসরি অথবা অনলাইনে নেওয়ার ব্যবস্থা নিতে সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে পরীক্ষার বিষয়ে সিন্ধান্ত গ্রহণের নির্দেশনা দিয়েছে তারা। এরই প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগগুলোতে মতামতের জন্য চিঠি পাঠিয়েছে। ইতোমধ্যে বিভাগগুলো একাডেমিক কমিটির মিটিং সম্পন্ন করেছে। অধিকাংশ বিভাগ শিক্ষার্থীদের মতামত নিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণের এবং দ্রুত পরীক্ষা শুরুর পক্ষে মতামত দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, এ মাসের ১৯ তারিখে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত আসতে পারে।
×