ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেতানিয়াহু যুগের অবসান ॥ ইসরাইলে নতুন সরকার অনুমোদন

প্রকাশিত: ০১:২৬, ১৪ জুন ২০২১

নেতানিয়াহু যুগের অবসান ॥ ইসরাইলে নতুন সরকার অনুমোদন

জনকণ্ঠ ডেস্ক ॥ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘ ১২ বছরের শাসনের অবসান ঘটেছে পার্লামেন্টে বিরোধীদের নতুন জোট সরকার অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে। রবিবার সন্ধ্যায় ইসরাইলের পার্লামেন্ট নেসেটে নতুন সরকার গঠন নিয়ে বিতর্কের পর মাত্র ৬০-৫৯ ভোটের ব্যবধানে অনুমোদন পেয়েছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন পরিবর্তনের এই সরকার। ভোট শেষের পরপরই শপথ নেয়ার কথা রয়েছে ইয়ামিনা পার্টির নাফতালি বেনেটের। ক্ষমতা ভাগাভাগি চুক্তি অনুযায়ী নতুন সরকারের প্রথম দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কথা রযেছে বেনেটের। তারপর পালা বদল হয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা রয়েছে ইয়ার লাপিদের। নেতানিয়াহু শুরু থেকেই এই জোট সরকারের ক্ষমতায় যাওয়া ঠেকাতে মরিয়া ছিলেন। আর এখন তাতে ব্যর্থ হয়ে তিনি আবারও খুব শীঘ্রই ক্ষমতায় ফিরে আসার অঙ্গীকার করেছেন।
×