ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ২৩:১৯, ১৪ জুন ২০২১

টুকরো খবর

ঐতিহ্যবাহী বাবুবাড়ি রক্ষার দাবি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ জুন ॥ সালথা উপজেলার বাউষখালী এলাকায় অবস্থিত সিংহ পরিবারের ঐতিহ্যবাহী বাবুবাড়িটি রক্ষা ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে সালথা উপজেলা পরিষদের সামনে সালথা-ফরিদপুর সড়কে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন ফরিদপুরের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষরযুক্ত একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ। এ কর্মসূচী পালিত হয় ‘ঐতিহাসিক বাউষখালী জমিদার বাড়ি রক্ষা আন্দোলন’- এর উদ্যোগে। এ উদ্যোগের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ২১টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। কর্মসূচী চলাকালে এ উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করে অতিথি হিসেবে বক্তব্য দেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বক্তব্য দেন মোঃ হুমায়ন কবির, মোঃ এমদাদুল হাসান, শুভঙ্কর পাল, শেখ আকতার হোসেন, শরিফ খান, কাজী এরশাদ, আব্দুর রহমান, নির্মল বিশ্বাস, এলিজা আক্তার, বায়েজিদ হোসাইন, আইনুজ্জামান আকাশ, ইকবাল মাহমুদ, শফিকুল ইসলাম, সঞ্জয় সাহা, শাহিন মোল্লা, মহুয়া ইসলাম, মাহবুব হোসেন, মোঃ সালাউদ্দিন প্রমুখ। কোম্পানীগঞ্জে হামলার ঘটনায় মামলা নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৩ জুন ॥ কোম্পানীগঞ্জের ঘটনায় ১৬৩ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। পুলিশের ওপর হামলার অভিযোগে শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে ১৩ জনকে। প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা ফখরুল ইসলাম সবুজ। এ ছাড়া বাকি ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার আসামিরা সবাই আওয়ামী লীগের নেতা মিজানুরের সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত। তবে রবিবার দুপুর পর্যন্ত পুলিশ এ মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুদ্দিন আনোয়ার। প্রসঙ্গত, শনিবার সকাল নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর বসুরহাটের নিত্যন্দন মোড় এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে মিজানুর রহমান বাদলের অনুসারীরা সড়ক অবরোধ করেন। পুলিশ সরিয়ে দিতে গেলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। পাঁচ কিশোর অপরাধী গ্রেফতার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর শহরের আবাসিক এলাকা থেকে ‘কিশোর অপরাধী’ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ‘রাউডি’ ও ‘সামুরাই’ নামের তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ কমিশনার জাকির হাসান (অপরাধ) এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর মহানগরের সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকার ফরহাদ হোসেনের ছেলে মোঃ শাকিল (১৬), একই থানাধীন ভুরুলিয়া তিন রাস্তার মোড় এলাকার মোঃ সেলিমের ছেলে সাজ্জাদ রহমান সাব্বির (১৮), দক্ষিণ ছায়াবীথি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাশেদুল আলম হৃদয় (১৬), একই এলাকার মানিক মাহবুবের ছেলে সাজেদুল করিম চৌধুরী (১৫) ও ময়মনসিংহের ত্রিশাল থানাধীন ভাটিনাগড়া এলাকার হাসান আলীর ছেলে ইমতিয়াজ আহমেদ (১৬)। ভাঙ্গায় পরকীয়ার জেরে হামলা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ জুন ॥ ভাঙ্গায় বিধবা এক নারীর সঙ্গে এক গ্রাম্যচিকিৎসকের পরকীয়ার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ওই গ্রাম্যচিকিৎসক ও বিধবা নারীর দেবর আহত হয়েছে। উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে রবিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চুমুরদী বাসস্ট্যান্ড গ্রামের বাসিন্দা পল্লীচিকিৎসক শফিকুল ইসলাম (৬৭) ও চুমুরদি হরিসভা এলাকার বাসিন্দা বিধবা ওই নারীর (৫১) দেবর সলেমান মাতুব্বর (৪৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ হামলা ও আহত হওয়ার ঘটনায় আহত দুই ব্যক্তির পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছ। পল্লীচিকিৎসক ও বিধবা নারীর বাড়ির দূরত্ব আনুমানিক এক কিলোমিটার।
×