ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলীতে যুবলীগ নেতা হত্যা চেষ্টার বিচার দাবি

প্রকাশিত: ২৩:১৮, ১৪ জুন ২০২১

আমতলীতে যুবলীগ নেতা হত্যা চেষ্টার বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৩ জুন ॥ আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে হত্যা চেষ্টায় কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়ার ঘটনার বিচার দাবিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় আমতলী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ খুনী জিএম মুছাসহ আসামিদের গ্রেফতার করা না হলে আমতলী উপজেলা অচল করে দেয়ার ঘোষণা দেন তারা। জানা গেছে, আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা ও তার সহযোগীরা । এ টাকা দিতে অস্বীকার করে যুবলীগ নেতা আজাদ। এতে ক্ষিপ্ত হয়ে জিএম মুছা ও তার সহযোগীরা যুবলীগ নেতা আজাদকে গত ২১ মে রাতে কৌশলে ডেকে নিয়ে খুড়িয়ার খেয়াঘাট ও নোমরহাট সড়কের চলাভাঙ্গা নামক স্থানে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে তার দুই হাতের বাহু, তালু, কব্জি, দু’ পায়ের হাঁটু, গোড়ালিসহ রগ কেটে দেয় এমন দাবি মেয়র মতিয়ার রহমানের। ঝিনাইদহ নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, মাগুরায় গৃহবধূ রিতু হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে নিহত গৃহবধূ রিতুর পরিবার ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে রিতুর স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, নিহত রিতুর মা জাহানারা বেগম, বোন শিলা খাতুন, ভাবি সম্পা খাতুন, চাচাত ভাই রাশেদসহ অন্যরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ৭ জুন মাগুরা সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামে স্বামীর বাড়িতে থাকা অবস্থায় তার স্বামী সুমন মোল্লা ও তার পরিবারের লোকজন রিতুকে মারধর করে হত্যা করে। রিতুকে মারধর করে হত্যার পর আমাদের কাছে ফোন দিয়েছে। রিতুর শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সুমন মোল্লা ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা হলেও আসামি ধরাছোঁয়ার বাইরে। দ্রুত আসামি গ্রেফতার ও শাস্তির দাবি জানান বক্তারা। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকায় নির্মম হত্যাকা-ের শিকার বরিশালের সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র নাজমুল হোসেনের (১৭) হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নিহত নাজমুলের সহপাঠী মুশফিকুর রহমান, হাফিজুর রহমান আরাফাতসহ অন্য শিক্ষার্থীরা। এ সময় স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি করেন। গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানান, সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার খালাবাড়িতে বেড়াতে যায় গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের বাসিন্দা নেছার উদ্দিন মোল্লার একমাত্র পুত্র নাজমুল।
×