ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা নিরসন প্রকল্প

চট্টগ্রামে খালের ওপর নির্মিত সেতু উদ্বোধন

প্রকাশিত: ২৩:১৪, ১৪ জুন ২০২১

চট্টগ্রামে খালের ওপর নির্মিত সেতু উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে গয়নাছড়া খালের ওপর নির্মিত ফইল্যাতলি সেতু উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। রবিবার চউক জনসংযোগ বিভাগ সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প চলমান রয়েছে তার আওতায় ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু একটি অগ্রগতি। অনুষ্ঠানে জলাবদ্ধতা প্রকল্পের পরিচালক ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের লে. কর্নেল মোঃ শাহ আলী, চউক প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, চউকের প্রকল্প পরিচালক মোঃ মাঈনুদ্দিন এবং উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে নাগরিকদের সহযোগিতাও কামনা করেন। তিনি খাল, নালাসহ যত্রতত্র পলিথিন এবং অপচনশীল আবর্জনা না ফেলার অনুরোধ জানান। উদ্বোধন শেষে প্রকল্প সংশ্লিষ্টদের নিয়ে সেতুটি পরিদর্শন করেন চউক চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬শ’ কোটি টাকা একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
×