ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিশোর গ্যাং লেলিয়ে সন্ত্রাস

চট্টগ্রামে সন্ত্রাসী শাহেদ ভিখারি গ্রেফতার

প্রকাশিত: ২৩:১৩, ১৪ জুন ২০২১

চট্টগ্রামে সন্ত্রাসী শাহেদ ভিখারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কর্মকা-সহ নানা অপরাধমূলক কাজ চালিয়ে আসছিল মোঃ শাহেদ ওরফে ভিখারি (২৫)। সে একজন শীর্ষ মাদক কারবারিও। রবিবার ভোরে আগ্রাবাদ পানওয়ালাপাড়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য। সিএমপির ডবলমুরিং থানার ওসি মোঃ মহসীন জানান, শাহেদ ভিখারি ডবলমুরিং থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। স্বভাবে ধূর্ত এবং আচরণে ভয়ঙ্কর। মাদক বিক্রির জন্য তার রয়েছে ১২ থেকে ২৪ জনের একটি দল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এছাড়া কিশোরদের নিয়ে গড়া একটি দলও রয়েছে। কেউ তার বা মাদকের বিরুদ্ধে কথা বললে কিশোর গ্যাং লেলিয়ে তাকে হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল এই কথিত ভিখারি। রবিবার বেপারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার এই ভিখারির দুই স্ত্রী এবং একাধিক বান্ধবী রয়েছে। এই বান্ধবীদের সে ব্যবহার করে আসছিল টার্গেট করা মানুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার কাজে। এরপর সুযোগ বুঝে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেয়া। বেতনভুক্ত কিছু ইনফরমার থাকায় তাকে গ্রেফতার করতে পুলিশকে বেগ পেতে হচ্ছিল। সিএমপির বিভিন্ন থানায় ৮ মামলার আসামি এই ভিখারি এর মধ্যে ৫ বার গ্রেফতার হয়েছে। তার দুই সহযোগীর বিরুদ্ধেও অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর শাহেদ ওরফে ভিখারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×