ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্যারিস জয় করে ক্রেসিকোভার ইতিহাস

প্রকাশিত: ২২:৪৮, ১৪ জুন ২০২১

প্যারিস জয় করে ক্রেসিকোভার ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ শেষের হাসি বারবোরা ক্রেসিকোভাই হাসলেন। এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের নতুন রানীর খেতাব অর্জন করলেন চেক প্রজাতন্ত্রের এই তারকা। সেইসঙ্গে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়েরও স্বাদ পেলেন তিনি। শনিবার রোঁলা গ্যারোঁর ফাইনালে ২৫ বছরের ক্রেসিকোভা ৬-১, ২-৬ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করেন রাশিয়ার পাভলিউচেঙ্কোভাকে। ১ ঘণ্টা ৫৮ মিনিট লড়াইয়ের পর শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসেন ক্রেসিকোভা। ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের সোনালি পাতায় জায়গা করে নিয়েছেন ক্রেসিকোভা। ইগা সুইয়াটেক এবং জেলেনা ওস্টাপেঙ্কোর পর তৃতীয় অবাছাই খেলোয়াড় হিসেবে ওপেন যুগে ফ্রেঞ্চ ওপেন জয়ের কীর্তি গড়েছেন তিনি। ২০১৫ সালের পর গ্র্যান্ডস্লামে এটা চতুর্থ নজির। ২০১৭ সালে অবাছাই খেলোয়াড় হিসেবে যে স্লোয়ানে স্টিফেন্স ইউএস ওপেনেরও চ্যাম্পিয়ন হয়েছিলেন। ক্রেসিকোভা শিরোপা জেতায় টানা ষষ্ঠবারের মতো নতুন রানী পেল ফ্রেঞ্চ ওপেন। যার সূচনা করেছিলেন গারবিন মুগুরুজা। ২০১৬ সালে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম রোঁলা গ্যারোঁর শিরোপা উঁচিয়ে ধরেছিলেন স্পেনের এই টেনিস তারকা। এরপর ধারাবাহিকভাবে দাপট অব্যাহত রাখেন নবীনরা। ২০১৭ সালে প্যারিস ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপার দেখা পান লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো। পরের মৌসুমে চ্যাম্পিয়ন হন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। ২০১৯ সালে নতুন রানী হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ট্রফিতে চুমো আঁকেন এ্যাশলে বার্টি। সর্বশেষ গত মৌসুমে এই আসরে চমক দেখান পোল্যান্ডের ইগা সুইয়াটেক। ফাইনালের মঞ্চে সোফিয়া কেনিনকে হারিয়ে জীবনের সেরা ট্রফিটা জিতেন এই তরুণী। এবার এই তালিকায় যোগ হলেন ক্রেসিকোভা। ক্রিস্টিয়ান পিসকোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের মিশন শুরু করেছিলেন ক্রেসিকোভা। এরপর ধারাবাহিকভাবে একাটেরিনা আলেক্সান্দ্রোভা, এলিনা সিতলিনা, স্লোয়ানে স্টিফেন্স, কোকো গফ এবং মারিয়া সাক্কারিকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেন তিনি। ফাইনালে রাশিয়ার অভিজ্ঞ খেলোয়াড়ের বিপক্ষেও নিজের সেরাটা ঢেলে দেয়ার লক্ষ্য নিয়ে কোর্টে নামেন চেক তারকা। কিন্তু প্রথম গেমেই হেরে যান তিনি। তবে এরপর আর পাত্তাই দেননি এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। দুর্দান্ত খেলে ৬-১ গেমে প্রথম সেট নিজের করে নেন ক্রেসিকোভা। মাত্র ৩১ মিনিটের মধ্যেই টানা ছয় গেম জিতে প্রথম সেটে জয় তুলে নেন তিনি। কিন্তু দ্বিতীয় সেটেই দুর্দো- প্রতাপে ঘুরে দাঁড়ান ২৯ বছর বয়সী পাভলিউচেঙ্কোভা। ৬-২ ব্যবধানে জিতে ম্যাচে ফিরেন তিনি। তৃতীয় সেটেও লড়াই চলে হাড্ডাহাড্ডি। কিন্তু শেষ পর্যন্ত ৩১তম বাছাইকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠেন বারবোরা। রবিবার ডাবলসেও চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়েন ক্রেসিকোভা। এবার তিনি জুটি বেঁধেছিলেন ক্যাটেরিনা সিনিয়াকোভার সঙ্গে। ফাইনালে তারা ৬-৪ এবং ৬-২ গেমে উড়িয়ে দেন পোল্যান্ডের ইগা সুইয়াটেক এবং বেথানি মাট্টেক-স্যান্ডসকে। সেইসঙ্গে ইতিহাসের সপ্তম খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের একক ও দ্বৈতের শিরোপা জয়ের নজির গড়েন ক্রেসিকোভা। তার আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন ম্যারি পিয়ার্স, ২০০০ সালে।
×