ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৫ দিনের মধ্যে মিতুর দুই সন্তানকে হাজির করার নির্দেশ

প্রকাশিত: ২২:২০, ১৪ জুন ২০২১

১৫ দিনের মধ্যে মিতুর দুই সন্তানকে হাজির করার নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সংঘটিত চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকা-ের তদন্ত এগিয়ে চলেছে। রবিবার চট্টগ্রাম মহানগর মেট্রোপলিটন আদালত মিতুর স্বামী বর্তমানে জেলে থাকা সাবেক এসপি বাবুল আক্তারের বাবা ও চাচাকে মিতুর এক পুত্র ও এক কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৫ দিনের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তার নিকট হাজির করার নির্দেশ দিয়েছেন। এছাড়া এ মামলার আরেক আসামি বর্তমানে নিখোঁজ মুসার ভাই সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকুকে দুয়েকদিনের মধ্যে রিমান্ডে আনা হচ্ছে। সে বর্তমানে এ মামলার আসামি হিসেবে জেলে রয়েছে। পিবিআই সূত্র জানায়, মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন ঢাকার এডিএম আদালতে তিনটি স্থানে মিতুর দুই সন্তানকে লুকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সার্চ ওয়ারেন্ট হয়। কিন্তু এই তিন স্থানে অভিযান চালিয়ে তাদের খুঁজে পাওয়া যায়নি। ফলে রবিবার তদন্ত সংস্থা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেনাজ রহমানের আদালতে আবেদন জানালে আদালত মিতুর পুত্র আক্তার মাহমুদ মাহি ও কন্যা তাবাসসুমকে আগামী ১৫ দিনের মধ্যে হাজির করার জন্য তাদের দাদা অর্থাৎ বাবুল আক্তারের পিতা আবদুল ওয়াদুদ মিয়া ও ভাই হাবিবুর রহমান লাবুকে নির্দেশনা প্রদান করেছেন। মিতুর এই দুই পুত্রকে এই মামলার সাক্ষী করা হয়েছে। তদন্ত কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। উল্লেখ্য, বাবুল আক্তারকে গ্রেফতারের পর থেকে তার নতুন বিবাহিত স্ত্রী মিতুর দুই সন্তানকে নিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে। তদন্ত সংস্থা সূত্রে জানানো হয়েছে, মিতুকে হত্যার সময় পুত্র মাহি ঘটনার প্রত্যক্ষদর্শী। তখন তার বয়স ছিল ৭ বছর। তদন্তের স্বার্থে মিতুর এই দুই সন্তানকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া মিতুর বাবা মাগুরা আদালতে তার দুই নাতি ও নাতনির অভিভাবক হওয়ার জন্য আবেদন করেছেন। আগামীকাল এ আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।
×