ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেজর সিনহা হত্যা

ওসি প্রদীপের পক্ষে দাঁড়ালেন রানা দাশগুপ্ত

প্রকাশিত: ২২:২০, ১৪ জুন ২০২১

ওসি প্রদীপের পক্ষে দাঁড়ালেন রানা দাশগুপ্ত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ জড়িত নেই বলে দাবি করেছেন দেশের প্রখ্যাত আইনজীবী রানা দাশগুপ্ত। রবিবার কক্সবাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি দাবি করেন, এজাহার ও অভিযোগপত্রে মেজর সিনহাকে গলায় বুট জুতা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করার যে অভিযোগ আনা হয়েছে- ময়নাতদন্ত প্রতিবেদনে তা পাওয়া যায়নি। রবিবার দুপুর সাড়ে ১২টায় সাবেক ওসি (বহিষ্কৃত) প্রদীপের জামিন শুনানি অংশ নিতে এসে কক্সবাজার আদালত চত্বরে সাংবাদিকদের একথা বলেন। এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত আরও বলেন, এসআই লিয়াকত আলী মেজর সিনহাকে বুকে গুলি করেছিল। এতে তার প্রচুর রক্তপাত হয়। প্রায় দেড় ঘণ্টা পথ পাড়ি দিয়ে থানা থেকে এসে পায়ে গলা চেপে ওসি প্রদীপ মৃত্যু নিশ্চিত করার যে অভিযোগ, তা অসত্য। মূলত এসআই (ইন্সপেক্টর) লিয়াকত আলীর গুলিতেই মেজর সিনহার মৃত্যু নিশ্চিত হয়েছিল। আইনজীবীরা জানান, গত ৯ জুন সাবেক ওসি প্রদীপ ও এএসআই নন্দদুলালের জামিন আবেদন করা হয়েছিল। আদালত ১৩ জুন জামিন শুনানির দিন ধার্য করে। জামিন শুনানিতে অংশ নিতে রবিবার ঢাকা থেকে রানা দাশ গুপ্তের নেতৃত্ব পাঁচ আইনজীবী আসেন কক্সবাজার। কিন্তু তারিখ পিছিয়ে আগামী ২৭ জুন পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালতের বিচারক।
×