ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাহাড়িদেরকে উন্নয়নের আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: ২০:২২, ১৩ জুন ২০২১

পাহাড়িদেরকে উন্নয়নের আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা পাহাড়ে বেশ কয়েকটি পল্লী রয়েছে। এসব পল্লীতে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বসবাস করেন। তারা বনরক্ষার পাশাপাশি পাহাড়ি পতিত জমিতে সফল চাষ করা ছাড়াও ব্যবসা ও চাকরি করে সৎপথে জীবিকা নির্বাহ করছে। এরমধ্যে তারা কিছুটা উন্নয়ন বঞ্চিত আছে। এমনটা দাবি করে রবিবার (১৩ জুন) দুপুরে এ পাহাড়ের কালেঙ্গা, ছনবাড়ী, ডেবড়াবাড়ী, হরিণমারা, নাছিমাবাদ, মঙ্গোলীয়া টিলাসহ পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের কাছে আসে। তাৎক্ষণিক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর মোবাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপির সাথে কথা বলে তাদের (ক্ষুদ্র নৃগোষ্ঠীর) সকল দাবি দাওয়া পূরণের আশ্বাস প্রদান করেন। চেয়ারম্যানের এমন আশ্বাসে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা আনন্দিত। তারা সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন - ২নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ আসনাত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন প্রমুখ।
×