ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন প্রতিষ্ঠানের নামে ভ্যাট নিবন্ধণ নিল ফেসবুক

প্রকাশিত: ১৬:৪৯, ১৩ জুন ২০২১

তিন প্রতিষ্ঠানের নামে ভ্যাট নিবন্ধণ নিল ফেসবুক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রমের জন্য ভ্যাট পরিশোধ এবং রিটার্ন দাখিল করতে নানা জল্পনার পর তিন প্রতিষ্ঠানের নামে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। রবিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার জানান, আজকে সকাল ১০টা ১৮ মিনিটে ফেসবুককে ভ্যাট নিবন্ধন দেওয়া হয়। এর আগে, শনিবার (১২ জুন) ফেসবুকের পক্ষ থেকে অনলাইনে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করে পিডাব্লিউসি নামে একটি প্রতিষ্ঠান। তারা ফেসবুকের মূসক এজেন্ট হিসেবে কাজ করছে। প্রমিলা সরকার আরও জানান, তিনটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধন নিতে ফেসবুকের পক্ষ থেকে আবেদন করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড এবং ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড। আমরা সবকিছু যাচাই বাছাই করে নিবন্ধন দিয়েছি। এখন থেকে ফেসবুককে ব্যবসা পরিচালনায় বাংলাদেশে ভ্যাট এবং রিটার্ন দাখিল করতে হবে। এর আগে, ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন দিতে গত ২৫ মে বিআইএন নেয় গুগল। এরপর একে একে ভ্যাট নিবন্ধন নেয় অ্যামাজন ও নেটফ্লিক্স। ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ আইন অনুযায়ী ফেসবুক, ইউটিউব, গুগলের মতো প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধনের আওতায় আনতে কাজ করে আসছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এমনকি ভ্যাট নিবন্ধন নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে একাধিক বৈঠকও করে এনবিআর। অবশেষে নানা জল্পনা এবং আলোচনার পর ভ্যাট নিবন্ধন নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ফলে এখন থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনায় প্রতিষ্ঠানগুলো নিয়মিত ভ্যাট ও রিটার্ন দাখিল করতে হবে। আর ভ্যাট রিটার্ন নিয়মিত আইন অনুযায়ী দাখিল না করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড।
×