ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফতুল্লায় ভেজাল খাদ্য পানীয় তৈরির অভিযোগে একজন গ্রেফতার

প্রকাশিত: ১৬:১৪, ১৩ জুন ২০২১

ফতুল্লায় ভেজাল খাদ্য পানীয় তৈরির অভিযোগে একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার নিতাইপুর (মামুদপুর) এলাকায় অননুমোদিত কারখানায় ভেজাল খাদ্য পানীয় তৈরির অভিযোগে শিমুল তালুকদার (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় বিপুল পরিমাণ ভেজাল খাদ্য পানীয় উদ্ধার করা হয়।িআজ রবিবার দুপুরে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি সরকারি অনুমোদন না নিয়ে কয়েক বছর ধরে ওই এলাকায় জনৈক আব্দুর রহিমের টিনসেড ঘর ভাড়া নিয়ে ‘জান্নাত ফুড এন্ড বেভারেজ’ নামক কারখানা চালিয়ে আসছিল। বিএসটিআই’র অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে উক্ত কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় জান্নাত ফ্রুটি, সূর্য ম্যাংগো ফ্রুটিসহ বিভিন্ন ধরণের ভেজাল খাদ্য পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতার আসামির ওই কারখানার নামে কোন ভ্যাট রেজিষ্ট্রেশন নেই। অনুমোদনহীন এই কারখানা থেকে কোন প্রকার মূসক প্রদান না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের ভেজাল ও মানহীন খাদ্য পানীয় উৎপাদন করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিল বলেও উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে র‌্যাব জানায়।
×