ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনে গ্যাস লাইনে বিস্ফোরণ ॥ নিহত ১২

প্রকাশিত: ১৪:২২, ১৩ জুন ২০২১

চীনে গ্যাস লাইনে বিস্ফোরণ ॥ নিহত ১২

অনলাইন ডেস্ক ॥ চীনের হুবেই প্রদেশের শিয়ান শহরের আবাসিক এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে ঘটা এ বিস্ফোরণে আরও ৩৭ জন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রাণঘাতী এ বিস্ফোরণের পর শিয়ানের ওই এলাকাটি থেকে বেলা ১১টার মধ্যে মোট ১৪৪ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণে এলাকাটির একটি খাদ্য পণ্যের মার্কেট ধসে পড়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে রক্ত দেওয়ার জন্য শহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো। আহতদের অনেকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। বিস্ফোরণে হতাহতদের পাশাপাশি ধ্বংসস্তূপে অনেক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। কী থেকে গ্যাস লাইনে বিস্ফোরণ হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।
×