ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য আটক

প্রকাশিত: ১১:৫৬, ১৩ জুন ২০২১

আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আন্তঃজেলা ইজিবাইক ছিনতাইকারী চক্রের এক সদস্যকে ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ আটক করেছে পুলিশ। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফুজ্জামান রুবেল (২৮) নামের ওই ছিনতাইকারীকে আটক করা হয়। আজ রবিবার দুপুরে আটককৃত রুবেলের রিমান্ড চেয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। এরপূর্বে শনিবার সন্ধ্যায় হাইওয়ে থানার সহকারি পুলিশ সুপার নুরুল ইসলাম সিদ্দিকী জানান, আটক আরিফুজ্জামান রুবেল নড়াইল জেলার লোহাগাড়া থানা এলাকার গুপিনাথপুর গ্রামের জাফর আলী খানের পুত্র। গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মাহিলাড়া নামক এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ছিনতাইকারী চক্রের সদস্য রুবেলকে আটক করা হয়। একইদিন সন্ধ্যায় জব্দকৃত মাইক্রোবাসসহ ছিনতাইকারী রুবেলকে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মোঃ জিয়াউল আহসান বলেন, অপর ছিনতাইকারীদের শনাক্ত করতে আজ রবিবার দুপুরে আটককৃত রুবেলের রিমান্ড চেয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। ওসি আরও জানান, গত ১ জুন উপজেলার সাজু ফিলিং ষ্টেশন এলাকা থেকে সাইফুল ইসলাম নামের এক ইজিবাইক চালকের ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় সংঘবদ্ধ ছিনতাইকারী একটি চক্র। এরপূর্বে উজিরপুরের উত্তর মোড়াকাঠী গ্রামের ইজিবাইক চালক মামুন রাঢ়ীকে জবাই করে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়াও গত কয়েক মাসে একাধিক ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য আরিফুজ্জামান রুবেলকে আটকের খবর পেয়ে উজিরপুরের ইজিবাইক চালক সাইফুল ইসলাম ছিনতাইকারী রুবেলকে সনাক্ত করেন। সাইফুল জানায়, তার ইজিবাইক ছিনতাইয়ের সময় রুবেল উপস্থিত ছিলো। দুইজনকে গণধোলাই ॥ আগৈলঝাড়া উপজেলার যবসেন গ্রামের মোয়াজ্জেম পাইকের ব্যাটরী চালিত অটোভ্যান ও একই গ্রামের সুমন মৃধার মাহিন্দ্রার ব্যাটার চুরি করে পালানোর সময় গ্রামবাসী দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। এ সময় চোর চক্রের অপর সদস্য গৌরনদীর ভুরঘাটা এলাকার কুদ্দুস পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা হলো-গৌরনদীর উত্তর বিজয়পুর গ্রামের মৃত জয়নাল খানের পুত্র লাভলু খান ও কালকিনি উপজেলার বাজারচর গ্রামের গৌরাঙ্গ মন্ডলের পুত্র অজিত মন্ডল। রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম।
×