ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ২৩:৩৪, ১৩ জুন ২০২১

শোক সংবাদ

মুক্তিযোদ্ধা গৌরী কিশোর স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা গৌরী কিশোর রায় (৭৩) শনিবার সকাল সাড়ে আটটার দিকে টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বেলা তিনটার দিকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে গ্রামের মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। লায়েছুর রহমান নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ জুন ॥ শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, কাকলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ও শহর আওয়ামী লীগের সদস্য লায়েছুর রহমান দারা (৫৪) শনিবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রেখে গেছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে। খলিলুর রহমান স্টাফ রিপোর্টার,ঈশ^রদী ॥ মুলাডুলি বাজারের ওষুধ ব্যবসায়ী সর্বজন শ্রদ্ধেয় খলিলুর রহমান মালিথা (৭২) শুক্রবার বিকেল পাঁচটায় পতিরাজপুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। শনিবার সকাল নয়টায় জানাজা শেষে পতিরাজপুর কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মীর আবু মনছুর স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা উপজেলা বালাগ্রাম ইউনিয়নের শালন গ্রামের সমাজসেবক মীর আবু মনছুর (৮০) শনিবার দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মোঃ আবু নছর নিজস্ব সংবাদদাতা, লাকসাম, ১২ জুন ॥ উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের ডোমবাড়ীয়া গ্রামের স্থায়ী বাসিন্দা, লাকসামের কৃতী সন্তান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আবু বকর সিদ্দিকের মেজো ভাই মোঃ আবু নছর (৭২) বৃহস্পতিবার রাতে গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় ডোমবাড়ীয়া গ্রামে হাজী ইউনুস মিয়া নতুন ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হয়েছে।
×