ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লালবাগ থেকে ৫ মণ ভেজাল ঘি জব্দ

প্রকাশিত: ২৩:১৬, ১৩ জুন ২০২১

লালবাগ থেকে ৫ মণ ভেজাল ঘি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার লালবাগে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এদিকে উত্তরায় নামীদামী ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সূত্র জানায়, পুরান ঢাকার লালবাগে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ করেছে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় চারজনকে গ্রেফতার করে ডিবি। শনিবার বিকেলে ডিএমপি মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, রাজধানীর লালবাগের নাজিমউদ্দীন রোড এলাকায় একাধিক কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। এদিকে রাজধানীর উত্তরায় নামীদামী ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অনিবন্ধিত এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাবার তৈরি করায় এই জরিমানা করা হয়। শনিবার রাজধানীর উত্তরা ১১নং সেক্টরে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। তিনি ‘কাচ্চি ভাই’কে এক লাখ টাকা জরিমানা করেন। পরে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয়।
×