ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আনসার আল ইসলামের দুই জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ২৩:০৩, ১৩ জুন ২০২১

আনসার আল ইসলামের দুই জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আদাবরে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি শাখার দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ জুবায়ের হোসেন (২৭) ও সজিব আহম্মেদ (১৯)। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর জঙ্গী প্রতিরোধ সেলের একটি দল শুক্রবার রাতে আদাবর থানাধীন বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানায়, জুবায়ের পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি। তিনি কিছুদিন ধরে আনসার আল ইসলামের দাওয়াতি কার্যক্রম করে আসছেন। অপরজন সজীব আহম্মেদ এলাকার কথিত বড় ভাইয়ের কাছ থেকে জিহাদের প্রাথমিক দাওয়াত পায়। পরবর্তীতে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গীবাদী বই ও প্রচারপত্র প্রচারের মাধ্যমে নতুন সদস্য দলভুক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃতরা মাসিক ভিত্তিতে সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ করত। তাদের সঙ্গে থাকা উগ্র জঙ্গীবাদ বিষয়ক বই, লিফলেট ও মোবাইল থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গীবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
×