ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ২৩:০২, ১৩ জুন ২০২১

যাত্রাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এদিকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, রাজধানীর যাত্রাবাড়ীতে আমেনা খাতুন (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার স্বামীর নাম মজনু মিয়া। গ্রামের বাড়ি হবিগঞ্জে। তিনি শনিরআখড়ায় সপরিবারে থাকতেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু মিয়া জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আমেনা খাতুনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনেন তার স্বামী মজনু মিয়া। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। এসআই বাবুল মিয়া জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। নিহতের স্বামী মজনু মিয়া পেশায় মাছ ব্যবসায়ী। তিনি বলেন, তার স্ত্রী বিষপান করেছেন কিনা, তিনি জানেন না। তবে সকালে (শনিবার) ঘুম থেকে ওঠার পর স্ত্রীকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। মাদক সেবন ও বিক্রি-রাজধানীতে ৪৮ জন গ্রেফতার \ মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীতে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৭ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০ ক্যান বিয়ার ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এডিসি ইফতেখায়রুল ইসলাম।
×