ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কয়েক সেকেন্ডে ভাগ্য বদল

প্রকাশিত: ২৩:০০, ১৩ জুন ২০২১

কয়েক সেকেন্ডে ভাগ্য বদল

মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও বদলে দিয়েছে মার্কিন কৃষ্ণাঙ্গ তরুণী ডারনেলা ফ্রেজিয়ারের জীবন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হাঁটু চাপা দিয়ে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন। ওই দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করেন ১৭ বছর বয়সী ডারনেলা ফ্রেজিয়ার। এরপর নিজের ফেসবুকে ভিডিওটি আপলোড করতেই সারা বিশ্বে খবরটি ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বিশ্বের নানা প্রান্তে শ্বেতাঙ্গ বিরোধী বিক্ষোভ হয়। ওই বিক্ষোভের প্রতীক হয়ে ওঠেন জর্জ ফ্লয়েড। সামান্য ওই কয়েক সেকেন্ডের ভিডিও ধারণের জন্য এ বছর সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার পেয়েছেন ডারনেলা ফ্রেজিয়ার। শুক্রবার প্রকাশিত পুলিৎজার পুরস্কারের বিশেষ বিভাগে তাকে পুরস্কৃত করা হয়। অনলাইনে প্রচারিত পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে পুলিৎজার পর্ষদের সহসভাপতি মিনডি মারকুয়েস বলেন, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম একটি জটিল পরিস্থিতি পার করেছে। একদিকে একটি বৈশ্বিক মহামারীর সংবাদ সংগ্রহ করা, অন্যদিকে ছিল বর্ণ বৈষম্যের বিরুদ্ধে গণজাগরণ এবং একটি তিক্ত প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন। মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের পুলিশের নির্যাতনে নিহত হওয়ার ঘটনার তাৎক্ষণিক সংবাদ প্রকাশের জন্য এ বছর দ্য মিনিয়াপলিস স্টারকে পুরস্কৃত করা হয়। আর বিস্তারিত ব্যাখাধর্মী সংবাদ প্রচার করে পুরস্কার ভাগাভাগি করেছে রয়টার্স এবং দ্য আটলান্টিক। ডারনেলাকে পুরস্কৃত করা বিষয়ে পুলিৎজার পর্ষদ জানিয়েছে, সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পথে অভিযানে নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ডারনেলার কাজের মাধ্যমে উজ্জ্বল হয়েছে। জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদের ছবি প্রকাশ করে ব্রেকিং নিউজ চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতেছে এপি। পুলিৎজার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডারনেলা ফ্রেজিয়ার বলেন, আমি হয়তো জর্জ ফ্লয়েডকে বাঁচাতে পরিনি। তবে আমার ওই তাৎক্ষণিক ধারণ করা কয়েক সেকেন্ডের ভিডিও জর্জ ফ্লয়েডের পরিবারকে ন্যায়বিচার পেতে সহায়তা করেছে। আর এ ঘটনার ফলে বিশ্বব্যাপী ‘বø্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন একটি আলোড়ন তৈরি করতে পেরেছে। যুক্তরাষ্ট্রের সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার। ১৯১৭ সাল থেকে এই পুরস্কার সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলোকে দেয়া হচ্ছে। দ্যা ভার্জ অবলম্বনে।
×