ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ থেকে এবারও হজে যাওয়া হচ্ছে না

প্রকাশিত: ২২:৫৭, ১৩ জুন ২০২১

বাংলাদেশ থেকে এবারও হজে যাওয়া হচ্ছে না

স্টাফ রিপোর্টার ॥ গত বছরের মতো এবারও সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেয়া হচ্ছে না। ফলে এবারও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। শুধু নাগরিক ও দেশটিতে বসবাসরত ৬০ হাজার মানুষকে এবার হজে অংশ নেয়ার সুযোগ দেবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। সৌদি আরব সরকারের উদ্ধৃতি দিয়ে শনিবার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদি আরব সরকার জানিয়েছে কোভিড-১৯ করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় এবারও (১৪৪২ হিজরী/২০২১ খ্রিঃ) সৌদি আরবের বাইরের কোন দেশ থেকে হজযাত্রীরা হজের সুযোগ পাবেন না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে। করোনা মহামারীর কারণে গত বছর বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজের সুযোগ ছিল না। এদিকে সৌদি সরকারের ঘোষণা না থাকলেও হজের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশের নিবন্ধিত হজযাত্রীদের করোনার ভ্যাকসিন দিতে বলা হয়েছে মার্চ মাসেই। গত ১৫ মার্চ ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ নিয়ে একটি বৈঠক করে। বাংলাদেশে প্রায় ৬১ হাজার লোক হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেন। সৌদি আরব ভ্যাকসিন গ্রহণকারীদের হজে অংশ নিতে দেবে এই ঘোষণার ভিত্তিতে প্রস্ততির অংশ হিসেবে ২০২০ সালে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে হজের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশে ৪০ বছরের নিচে করোনার ভ্যাকসিন দেয়ার সুযোগ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় ১৮ বছরের ওপর ও ৪০ বছরের নিচে নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন দেয়ার জন্য।
×