ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রকাশিত: ২২:৫৬, ১৩ জুন ২০২১

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বিশেষ প্রতিনিধি ॥ দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই আগের দিনের চেয়ে কমেছে। শনিবার স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৭ রোগী শনাক্তের কথা জানানো হয়েছে। এই সংখ্যা আগের দিনের চেয়ে ৮০০ এর বেশি কম। শুক্রবার দেশে ২ হাজার ৪৫৪ কোভিড-১৯ রোগী শনাক্তের খবর এসেছিল। নতুন ১ হাজার ৬৩৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ২৪ হাজার ৪৮৬ জনে। শনিবার ৩৯ কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর, আগের দিন সংখ্যাটি ছিল ৪৩। আরও ৩৯ ব্যক্তিকে নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭১ ব্যক্তি। সরকারী হিসেবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ১০৮ জন সুস্থ হয়ে উঠেছেন; এ পর্যন্ত সুস্থ মোট হয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২৪ জন। আগের দিনের তুলনায় কমলেও ভারতে উদ্ভূত করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটের মধ্যে এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেশ বেড়েছে। স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে, আগের (৩০ মে-৫ জুন) থেকে গত (৬ জুন-১২ জুন) সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ২৭ দশমিক ২০ শতাংশ বেড়েছে। এই সময়ে মৃত্যু বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। এক সপ্তাহের ব্যবধানে নমুনা পরীক্ষা ২ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। সুস্থতার হার বেড়েছে ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৪ দশমিক ১২ শতাংশ। এই পর্যন্ত পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।
×